শেকৃবিতে মাদক বিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা
শেকৃবিতে মাদক বিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে ও সচেতনতা বৃদ্ধির জন্য র্যালি, ক্যাম্পেইন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে মঙ্গলবার বেলা ৩ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের হয়ে। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে আলোচনা সভা মিলিত হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, কৃষিবিদ কে এস এম মুস্তাফিজুর রহমান।
সহকারী অধ্যাপক মো. রুহুল আমিনের সδানলনা অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. অরুপ রতন চেীধুরী। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় সোচ্চার। মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, মাদক সেবন একটি রোগ, অন্যান্য রোগের মত এর চিকিৎসা করা প্রয়োজন। যারা মাদকে আক্রান্ত হয়ে পড়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে খরচ দিয়ে হলেও আমরা মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দিয়ে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে চাই।
মো. বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত)
০১৭১৬-৫৮১০৮৬
Post Date : 27 Feb, 2020