সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেকৃবি অধিভূক্ত সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেকৃবি অধিভূক্ত সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজে ২০২০ শিক্ষাবর্ষে বিএসসি ভেট সায়েন্স এন্ড এ এইচ স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৩ জানুযারি) অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজে অধ্যক্ষ ডাঃ মোঃ রাশিদুল হক পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন।
০৫ জানুয়ারি মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। মেধা তালিকা থেকে ভর্তি ০৮ জানুয়ারি সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজে। ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে জানা যাবে।
Post Date : 05 Jan, 2020