এমপি মান্নানের মৃত্যুতে শেকৃবিতে ৩ দিনের শোক
এমপি মান্নানের মৃত্যুতে শেকৃবিতে ৩ দিনের শোক
বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তিন দিনের শোক ঘোষণা করেছে। এসময় কালো ব্যাজ ধারণ, শোক বহি খোলা, স্বাধীনতা চত্বরে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত, দোয়া মাহফিল ও স্মরণ সভা ২০ তারিখ বিকাল ৪ টায় কেন্দ্রীয় অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে। চার দফা জানাজা শেষে আগামীকার সোমবার (২০ জানুয়ারি) বাদ আসর গ্রামের বাড়ি সারিয়াকান্দিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সোমবার সকাল ৮টায় রাজধানীর কৃষিবিদ ইন্সস্টিটিউট প্রাঙ্গণে প্রথম ও বেলা ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কফিন হেলিকপ্টরে করে নির্বাচনি এলাকার বগুড়ার সোনাতলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনা হবে। সেখানে তৃতীয় জানাজার পর সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে নেওয়া হবে। চতুর্থ জানাজা শেষে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হবে।
মোঃ বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
Post Date : 21 Jan, 2020