কৃষিবিদ আব্দুল মান্নান, এমপি'র মৃত্যুতে শেকৃবি ভিসি শোক
কৃষিবিদ আব্দুল মান্নান, এমপি'র মৃত্যুতে শেকৃবি ভিসি শোক
বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শনিবার (১৮ জানুয়ারি) ল্যাব এইড হাসপাতালে সকাল ৮ টায় ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কৃষিবিদ আব্দুল মান্নান, এমপি'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিন বারের সংসদ সদস্য বর্ষীয়ান এই নেতা ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন।
তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন; এছাড়া একাদশ সংসদের কৃষি মন্ত্রণায় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
মো. বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬
Post Date : 19 Jan, 2020