জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবি’র ১০ শিক্ষার্থী
প্রেস রিলিজ
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবি’র ১০ শিক্ষার্থী
জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) প্রথম পর্যায়ের বৃত্তি পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় প্রশাসনিক ভবনে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৬ মাসের বৃত্তির অর্থ প্রদান করেন। মাসিক দুই হাজার একশত পঁচাশি টাকা করে আগামী তিন বছর তারা এ বৃত্তি পাবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগসহ শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও সভাপতির দায়িত্ব পালন করেন এনইএফ বাংলাদেশ কমিটির সদস্য ও এ বিশ্ববিদ্যালয়ের এনইএফ বৃত্তি প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীরা আগামী দিনগুলোতে প্রকৃতি সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুপ পরিস্থিতি মোকাবেলার ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এবং এ সংশ্লিষ্ট একটি সংগঠন তৈরি ব্যাপারে শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনকে এ বৃত্তি প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত প্রতিবছর এ বিশ্ববিদ্যালযের ১০ জন শিক্ষার্থী এ বৃত্তিপ্রাপ্ত হচ্ছে।
মোঃ বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬
Post Date : 11 Dec, 2019