শেকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শেকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মুখ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পোস্ট গ্রাজুয়েট ডীন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, নীল দলের সভাপতি অধ্যাপক নূরু মোহাম্মদ রহমতউল্লা, রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস পালন যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, একে অর্থবহ করতে হলে যে আদর্শ ও চেতনার জন্য তাঁরা জীবন দিয়ে গেছেন তাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে যদি কাজ করে যাই তবেই শহীদদের আত্মা শান্তি পাবে ও বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে।’
মোঃ বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬
Post Date : 17 Dec, 2019