খুলনা বিভাগীয় কমিশনারকে শেকৃবি ভিসির অভিনন্দন
খুলনা বিভাগীয় কমিশনারকে শেকৃবি ভিসির অভিনন্দন
![]() |
![]() |
খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে সদ্য নিয়োগ পাওয়া কৃষিবিদ ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে অভিনন্দন জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় বলেন, “একজন দক্ষ প্রশাসক হিসেবে কৃষিবিদ ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের বলিষ্ঠ নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল ও সমৃদ্ধি ঘটবে বলে আমার গভীর বিশ্বাস। আমি আশা করি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আপনি একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমাদেরকে সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং দিক নির্দেশনা দিবেন”।
একজন কৃষিবিদ তথা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। উপাচার্য কৃষিবিদ ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
মো. বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬
Post Date : 31 Oct, 2019