শেকৃবিতে দীপাবলি ও শ্যামা পূজা উদযাপিত
শেকৃবিতে দীপাবলি ও শ্যামা পূজা উদযাপিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান দীপাবলি ও শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। অশুভ শক্তি দূর করে পৃথিবীকে মঙ্গল আলোয় আলোকিত করার উদ্দেশ্যেই দীপাবলি পালন করা হয়।
দীপাবলি ও শ্রী শ্রী শ্যামা পূজা একই সূত্রে গাঁথা। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন (২৭ অক্টোবর ) রাত ৮ টায় সহস্রাধিক প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়া আতশবাজির তো ছিলই। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, অধ্যাপক ড. অলক কুমার পাল, ডা. শারমিন সুলতানা রিতা, ড. আয়েশা আক্তারসহ সনাতন ধর্মাবলম্বীর সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জ্বলিত করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও মাতৃ মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। ২৮ অক্টোবর সকালে প্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
মোঃ বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
০১৭১৬-৫৮১০৮৬
Post Date : 28 Oct, 2019