বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কৃষিবিদ মীর শহীদুল ইসলাম বিপিএম (বার), পিপিএম গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে পদোন্নতি পাওয়া তাঁকে অভিনন্দন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কৃষিবিদ মীর শহীদুল ইসলাম বিপিএম (বার), পিপিএম গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
মীর শহীদুল ইসলামের বাড়ি আলমডাঙ্গা পৌর শহরে। মীর শহীদুল ইসলাম শহরের কলেজপাড়ার মৃত মীর আব্দুল আজিজের জ্যেষ্ঠ সন্তান । ১৯৭৮ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮০ সালে আলমডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেন।
উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় বলেন, “একজন দক্ষ প্রশাসক হিসেবে কৃষিবিদ মীর শহীদুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির কার্যক্রম আরো গতিশীল ও সমৃদ্ধি ঘটবে বলে আমার গভীর বিশ্বাস। আমি আশা করি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আপনি একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমাদেরকে সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং দিক নির্দেশনা দিবেন”।
একজন কৃষিবিদ তথা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে সচিব পদমর্যাদা গ্রেড-১ হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। উপাচার্য কৃষিবিদ মীর শহীদুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
মো. বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬।
Post Date : 17 Sep, 2019