বর্ণাঢ্য আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস পালিত
প্রেস রিলিজ
বর্ণাঢ্য আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। আজ ১৫ জুলাই সকাল ১০টায় একাডেমিক ভবন সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালযের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ ও প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী। পরে উপাচার্য শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে সমবেত সকলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের রূপান্তর শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় । ২০০১ সালের ১৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএআইকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ১৮ বছরে শিক্ষক-শিক্ষার্থীরা দেশ-বিদেশে যে সম্মান অর্জন করেছেন, তাতে শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় গৌরব বৃদ্ধি পেয়েছে।
উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এ সময় বাদ্যের তালে তালে নেচে গেয়ে পুরো ক্যাম্পাসকে মাতিয়ে তোলেন ছাত্র-ছাত্রীরা। তাদের সীমাহীন আনন্দ-উল্লাস মুখরিত করে তোলে চারদিক। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রক্ষিণ করে প্রশাসনিক ভবনের এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শ ও নিদের্শনা পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, সিন্ডিকেট সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিকাল ৩ টায় এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল সাড়ে ৪ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নিদের্শনা পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
মো. বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬
ই-মেইল-mbashirpro1986@gmail.com
Post Date : 16 Jul, 2019