শেকৃবির সঙ্গে তুরস্কের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
প্রেস রিলিজ
শেকৃবির সঙ্গে তুরস্কের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষ, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার পরিধি বাড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের এপিমায়ী বিকিপিং কোম্পানির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা তুরস্কে এǑচেη প্রোগ্রামে অন্তভর্‚ক্ত থাকবে এবং মৌচাষ বিষয়ক এদেশে ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ এ আয়োজন করবে।
বৃহস্পতিবার (৪ জুলাই ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। শেকৃবি’র পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং তুরস্কের পক্ষে এপিমায়ী বিকিপিং এর চেয়ারম্যান ইমরী ইলডিরিম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কৃষি গবেষণা ফাউন্ডেশণ এর নির্বাহী পরিচালক এবং কাউন্সিলের সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল করিম, অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, কীটতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. মোফাজ্জল হোসাইন, অধ্যাপক ড. এম সাখাওয়াত হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, এ সমঝোতা চুক্তির মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও তুরস্কের এপিমায়ী বিকিপিং কোম্পানির মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আর তা কৃষিতে এ প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা গ্রহণ ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা করতে খুবই উৎসাহিত করবে।
মো. বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬।
Post Date : 09 Jul, 2019