শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রেস রিলিজ
শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি রোভার্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর পাশে ঔষধি গাছ অশোক চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা ক্যাম্পাসে রোপণ করা হবে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কৃষিতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মো. রুহুল আমিন, উদ্যানতত্ত¡ বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান আকন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এগ্রি রোভার্সের সদস্যরা।
এসময় উপাচার্য বলেন, আমরা ক্যাম্পাসে বনজ, ফলজ, ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের সমন্বয়ে দেশের দ্বিতীয় বলধা গার্ডেন তৈরি করবো। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণারও সুযোগ থাকবে। তিনি আরও বলেন, এ বিশ^বিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে ল্যান্ডস্কেপিংয়ের জন্য ৫০ লাখ টাকা বাজেট করা হয়েছে।
মো. বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬
ই-মেইল-mbashirpro1986@gmail.com
Post Date : 25 Jul, 2019