শেকৃবিতে আন্তঃসেমিস্টার ক্রিকেট চ্যাম্পিয়ন এমএস-১ টিম
প্রস বিজ্ঞপ্তি
শেকৃবিতে আন্তঃসেমিস্টার ক্রিকেট চ্যাম্পিয়ন এমএস-১ টিম
শেরেবাংলা কৃষি বিশ্বববিদ্যালয়ে আন্তঃসেমিস্টার ক্রিকেট চ্যাম্পেয়নশীপ-২০১৮’তে চ্যাম্পিয়ন হয়েছে এমএস-১ টিম। রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে ১০১ রানে এমএস-২ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । এতে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এমএস-১ টিমে অধিনায়ক রুবেল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন মুন্না।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে এমএস টিম-২। নিয়মিত বিরতিতে সক কয়টি উইকেট হারিয়ে ৮২ রানে থামে তারা। ২৮ রানে চার উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন হাসান।
আর মাহফুজ পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ২৪৩ রান এবং বল হাতে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছেন। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল হাসিব ও সৌরভ সাহা। প্রতিযোগিতার সার্বিক তত্ত্ববধায়ন করেন শরীরচর্চা বিভাগের অতিরিক্ত পরিচালক ও জাতীয় রেডিও ধারা ভাষ্যকার মোহাম্মদ সালাউদ্দিন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবি শরীরচর্চা বিভাগের পরিচালক প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মো. বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬।
Post Date : 22 Jan, 2019