প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শেকৃবিতে আনন্দ র্যালি
প্রেস রিলিজ
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শেকৃবিতে আনন্দ র্যালি
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্যে সারা দেশের ন্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মোঃ মিজানুর রহমান, প্রক্টর ড. মোঃ ফরহাদ হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা প্রথমেই দেশের ঐতিহাসিক এ সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, কিছু কুচক্রীমহল বার বার দেশকে পিছনে টেনে ধরেছে, থামিয়ে দিতে চেয়েছে উন্নয়নের চাকা। জঙ্গি-সন্ত্রাসবাদ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে কিন্তু প্রধানমন্ত্রী তাঁর দৃঢ় হস্তে তা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন উন্নয়নের পথে। বক্তারা বলেন, তাঁর যোগ্য নেত্রীত্বে দেশে বর্তমানে মেট্রোরেল, পদ্মাসেতু, কৃত্রিম উপগ্রহ, পারমাণবিক বিদ্যুৎ কে›ন্দ্র, বিভিন্ন জায়গায় চারলেন রাস্তাসহ উন্নয়নমূলক আরও বড় বড় প্রকল্প চলমান রয়েছে। আলোচনার শেষে বক্তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশের মঙ্গলকামনা করেন।
মোঃ বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
০১৭১৬-৫৮১০৮৬।
Post Date : 28 Mar, 2018