শেকৃবিতে যথাযোগ্য মর্যাদায় শেরেবাংলা জন্ম বার্ষিকী পালন
প্রেস রিলিজ
শেকৃবিতে যথাযোগ্য মর্যাদায় শেরেবাংলা জন্ম বার্ষিকী পালন
নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবিভক্ত বাংলার মহান নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনে অবস্থিত শেরেবাংলার প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। এসময় উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়রুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নিদের্শনার পরিচালক অধ্যাপক ড. মো.মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডীন নূর মোহাম্মদ রহমতউল্লাহ উপস্থিত ছিলেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মস্জিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় ।
মোঃ বশিরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা দফতর
০১৭১৬-৫৮১০৮৬।
Post Date : 26 Oct, 2017